সার্থক কুমার দে,অন্ডালঃ কখনো বাজার,কখনো পাড়া,কখনো আবার গৃহস্থের বাড়িতে ঢুকে ভোট প্রার্থনা করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান। সোমবার অন্ডাল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে প্রচারে ঝড় তুলতে দেখা গেল সিপিএম প্রার্থীকে। এদিন সকাল ন’টায় সিপিএম প্রার্থী জাহানারা খান ভোট প্রচারের সূচনা করেন অন্ডাল ব্লকের মদনপুর পঞ্চায়েত এলাকায়। মদনপুর গ্রাম,সাউথ বাজার দাসপাড়া, দামোদর কলোনিতে প্রচারের পর দ্বিতীয় পর্বে বিকেল বেলায় প্রচার করেন শ্রীরামপুর এলাকায়। সেখান থেকে প্রচারে যোগ দেন দীর্ঘনালা,ভাদুর,অন্ডাল গ্রামে। সন্ধ্যেবেলায় অন্ডাল নর্থবাজারে মিছিলে করে সিপিআইএম। সেই মিছিলে যোগ দেন জাহানারা খান। এদিন প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী,দলের জেলা কমিটির সদস্য প্রবীর মন্ডল সহ অন্যরা। প্রচার শেষে সাংবাদিকদের একাংশের কাছে সিপিএম প্রার্থী জাহানারা খান বলেন, প্রচারে যেখানেই যাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে মানুষ। তারা মনের কথা বলছে। কয়লা খনি বেসরকারিকরণ,এলাকায় পানীয় জলের সমস্যা,বেকারত্বের সমস্যার কথা জানাচ্ছে। তিনি বলেন, সংসদে এই মুহূর্তে বামেরা যথেষ্ট সংখ্যায় না থাকার কারণে কেন্দ্রীয় সরকার কয়লা খনি বেসরকারি করনের পথ নিয়েছে। শিল্পায়নে ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকার তাই দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। নদী থেকে বালি চুরি যাচ্ছে অবাধে, সেই কারণে জলের সংকট তীব্র আকার ধারণ করছে। এই সকল সমস্যার সমাধানের জন্য সংসদে বামেদের উপস্থিতি প্রয়োজন। প্রচারে সেই কথাই ভোটারদের বলছি বলে জানান জাহানারা খান।
পায়ে হেঁটে প্রচারে ঝড় তুললেন সিপিএম প্রার্থী জাহানারা খান
RELATED ARTICLES