সংবাদদাতা,অন্ডালঃ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নামেন তিনি। এখানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। রাজ্যপাল বলেন,পিংলা থেকে শুরু করে যেভাবে ভোট ঘোষণা হওয়া মাত্রই রাজ্যে হিংসা বাড়ছে,সেই রিপোর্ট তিনি নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন। হিংসার লিখিত অভিযোগের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একজন রাজ্যপালের ভূমিকা যা হওয়া উচিত সেই ভূমিকাই তিনি পালন করবেন বলে জানান রাজ্যপাল। একই সাথে তিনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট এর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেন। আজ অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নামার পর রাজ্যপালকে অভিবাদন জানানো হয়, এরপর রাজ্যপাল রওনা দেন আসানসোলের উদ্দেশ্যে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দর চত্বরে। এদিন সকাল সাড়ে এগারোটায় বিশেষ বিমানে অন্ডালে নামেন রাজ্যপাল।
হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
RELATED ARTICLES