নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কংসাবতীর সেচ ক্যানালের জল উপচে প্লাবিত কয়েকশো বিঘে জমির ফসল। নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। বাঁকুড়ার রাইপুরের এই ঘটনার খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল কৃষি দফতর। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষর নেতৃত্বে কৃষি আধিকারিকরা ছুটলেন ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তাতে আপাতত চিঁড়ে ভিজছে না কৃষকদের। কংসাবতী সেচ ক্যানালে ছাড়া জল উপচে গত বুধবার রাইপুর ব্লকের কাঁটাপাল,আমলাপাল,পাটমৌলী,বাঁদরবনি সহ বেশ কয়েকটি গ্রাম লাগোয়া ফসলের জমি প্লাবিত হয়। জমিগুলির বাদাম,আলু,সরিষা সহ বিভিন্ন রবি ফসলের জমির ফসল জলে ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বুধবার এই খবর সংবাদমাধ্যমে সম্প্রচার হতেই নড়েচড়ে বসে কৃষি দফতর। বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্তের নেতৃত্বে কৃষি আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে ছিলেন কংসাবতী সেচ দফতরের আধিকারিকরাও। কৃষি কর্মাধ্যক্ষর দাবী সেচ ক্যানাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভরাট হয়ে যাওয়াতেই জল উপচে এই বিপত্তি ঘটেছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সেচ ক্যানাল সংস্কারের পাশাপাশি ক্ষতিগ্রস্থ কৃষকদের শষ্যবীমার মাধ্যমে ক্ষতিপূরণের আশ্বাস দেন তাঁরা। কৃষি দফতরের এই আশ্বাসে ক্ষতিপূরণ হাতে না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ ভরসা করতে পারছেন না এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা।
ক্যানালের জলে নষ্ট কয়েকশো বিঘে জমির ফসল,ঘটনাস্থল পরিদর্শনে কৃষিকর্তারা
RELATED ARTICLES