বেবি চক্রবর্ত্তী,কলকাতা,২৩ অক্টোবরঃ ঘূর্ণিঝড় ডানা’র আগমনী বার্তায় বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। গভীর নিম্নচাপ বুধবার সকালেই ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, গত ছ’ ঘন্টায় এই ঘূর্ণিঝড় ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল সাড়ে পাঁচটায় নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ধামারা বন্দরে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ে ওড়িশার ভিতরকণিকার মধ্য দিয়ে ঝড়টি যাবার সময় তার গতি ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, সর্বোচ্চ ১২০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সতর্কতা মূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপকূলের লোকজনকে সতর্ক করতে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। মন্দারমনি, তাজপুর, দীঘা, শংকরপুরের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে,মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। প্রশাসনের তরফে সোমবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ,নামখানা,পাথরপ্রতিমা,বকখালি সহ উপকূলবর্তী অঞ্চলে মাইকিং শুরু করেছে। গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এবং বকখালীতে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে দুই রাজ্যে ঘূর্ণিঝড় ডানা কতখানি প্রভাব ফেলতে চলেছে তার পরিমাপ এখনো আঁচ করা যাচ্ছে না। সমস্ত রকম সর্তকতা নেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।
ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কে পশ্চিমবঙ্গ ও ওড়িশা
RELATED ARTICLES