নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: আমজনতার ভাগ্য নির্ধারণ করতেন তিনি। কমবেশি বাজারে তাঁর প্রচার, প্রসার সবই রয়েছে। ভাগ্যের ফাঁড়া কাটাতে আম জনতাকে তিনি নানান নিদানও দিতেন। আর সেই ভাগ্য নির্ধারণকারী জ্যোতিষ শাস্ত্রী উপাধি পাওয়া জ্যোতিষীরই পচাগলা মৃতদেহ উদ্ধার হল তাঁর বাড়ি থেকে। আর ঘরের ভিতর থেকে এক জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় থানার জোতরাম জামতলা এলাকায়। মৃতের নাম শিব নারায়ন শাস্ত্রী ওরফে শিব নারায়ন বসু (৬২)। বাড়ি বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই এলাকায় একটা দুর্গন্ধ ছড়াচ্ছিল। গতকাল থেকে সেই দুর্গন্ধের তীব্রতা বাড়ায় স্থানীয়রা কারণ খুঁজতে গিয়ে দেখেন জামতলা শ্মশানের পাশে একটি ঘরের মধ্যে পচাগলা দেহ পরে আছে। এরপর তাঁরাই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানিয়েছেন, শিবনারায়ন শাস্ত্রী ওরফে শিব নারায়ন বসু নামে এক জ্যোতিষী এই ঘরে একাই থাকতেন। বেশ কয়েকদিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিলো না। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ।
খোদ জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
RELATED ARTICLES