বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ স্থানীয় ছেলেদের কাজের দাবিতে ভূগর্ভস্থ গ্যাস উত্তোলনকারী সংস্থার গেট আটকে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের লোকেদের। ঘটনাটি কাঁকসা থানার অধীন মলানদিঘী পঞ্চায়েতের অধীন আকন্দরা গ্রামের। শুক্রবার সকাল থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ব্যানার হাতে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ করতে থাকেন। তাদের অভিযোগ গ্রামের ছেলেদের কাজে নিয়োগ করা হচ্ছে না। বাইরের ছেলেদের কাজে নিয়োগ করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের তরফে রবি মুর্মু বলেন ‘নিরাপত্তারক্ষী সহ একাধিক পদে স্থানীয় ছেলেদের নিয়োগের দাবি জানানো হয়েছিল। দু’বার গ্যাস সংস্থার সঙ্গে বৈঠকে বসেছি আমরা। তা সত্ত্বেও বাইরে থেকে ছেলেদের নিয়ে আসা হচ্ছে। আমাদের ছেলেরা কাজ পাচ্ছে না। তাই আমরা আন্দোলন করছি।’
স্থানীয়দের কাজের দাবিতে কারখানার গেট আটকে বিক্ষোভ
RELATED ARTICLES