সংবাদদাতা,দুর্গাপুরঃ আসন্ন শারদীয় উৎসবের আগে একাধিক দাবির সমর্থনে শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট গ্যারেজ অপারেশনস সাইটে বিক্ষোভ সমাবেশ করল কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। একাধিক দাবির মধ্যে প্রধান দাবিগুলি ছিল পুজোর আগে সমস্ত কর্মীদের সম্মানজনক পূজা বোনাস,শ্রমিকদের ৩৯ মাসের এনজেসিএস-এর পাওনা মিটিয়ে দেওয়া,শ্রমিকদের মধ্যে উৎপাদন-সম্পর্কিত লভ্যাংশের ন্যায্য বন্টন,ঠিকাদার কর্মীদের ন্যায্য মজুরি এবং সম্মানজনক পুজো বোনাস, তাদের স্থায়ী নিয়োগ এবং স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া। হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন,মূলত এই দাবিগুলির ভিত্তিতেই এদিন ইউনিয়নের তরফে এই জনসভার আয়োজন করা হয়। তাঁর অভিযোগ,আমরা মূল কয়েকটি দাবি নিয়ে দীর্ঘকাল ধরে আন্দোলন করে আসছি কিন্তু এ নিয়ে সেইল কর্তৃপক্ষ উদাসীনতা দেখিয়ে চলেছে। তাই এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। এছাড়া তিনি জানান, এ বছর সন্মানজনক পূজো বোনাস দিতে হবে। মূল দাবিগুলি ছাড়াও টাউনশিপের রাস্তাঘাটের বেহাল অবস্থার সংস্কার,কারখানায় ব্রাউনফিল্ড সম্প্রসারণে ইউনিয়ন গুলোর সাথে কর্তৃপক্ষের বৈঠকে বসার মতো দাবিগুলিও আছে। তিনি আরও জানান, কারখানার বিভিন্ন বিভাগে দীর্ঘকাল ধরে অনেক শূন্য পদ রয়েছে, সেই সব পদে অবিলম্বে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। এদিনের বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশ নাথ কর্মকার,সাংগঠনিক সম্পাদক রবীন গাঙ্গুলি, সহ-সভাপতি রানা সরকার, সমীর কুমার রায়, বাসুদেব মুখার্জি,অসীম মাসান, কৌশিক ব্যানার্জি,সজল মুখার্জি, সঞ্জীব ঘোষ, গৌতম কুমার মন্ডল, সুকুমার ধারা, দীপঙ্কর দুবে,উৎপল কুমার দে প্রমূখ।
