নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। আণ্ডারপাসের দাবীতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের মিরছোবার কাছে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি আণ্ডার পাস। সেই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। দুপুর আড়াইটে নাগাদ শুরু হয় এই অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। দাবি না মানা হলে অবরোধ চলবে বলে জানায় বিক্ষওভকারীরা। অবরোধের জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন আটকে পড়েছে।