সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ সম্প্রতি ইসিএল এর বাকোলা এরিয়ার তিলাবুনী কোলিয়ারিতে শুরু হয়েছে নতুন প্রজেক্ট এর কাজ। এমডিও প্রকল্পে বেসরকারি সংস্থার মাধ্যমে এখান থেকে কয়লা উত্তোলন করা হবে। সোমবার নতুন প্রজেক্ট এর কাজ বন্ধ করে সেখানে বিক্ষোভ দেখায় “খনি অঞ্চল ভূমিহারা কমিটি”র সদস্যরা। আন্দোলনকারীদের পক্ষে নিমাই মন্ডল,সুভাষ মন্ডল,বুম্বা বন্দোপাধ্যায়রা জানান, নতুন প্রজেক্ট এর কাজ যেখানে হচ্ছে সেটা ব্যক্তি মালিকানাধীন জমি। জমি অধিগ্রহণ না করেই সংস্থা সেই জমিতে কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী আগে মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর কাজ করা হোক এই দাবিতেই আন্দোলন বলে জানান তারা। এদিন নতুন প্রজেক্টের যেখানে কাজ চলছে সেই জায়গাতেই অস্থায়ী তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তারা জানান, নতুন প্রজেক্ট এর বিরুদ্ধে নয়,প্রজেক্ট হোক আমরা সবাই তা চাই কিন্তু আগে জমি অধিগ্রহণ করতে হবে। যতদিন না এই দাবি পূরণ হচ্ছে আন্দোলন চলবে বলে জানায় তারা। অবশ্য দুপুরের দিকে বাঁকোলা এরিয়ার আধিকারিকের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়।
খনির কাজ বন্ধ করে জমির মালিকদের বিক্ষোভ
RELATED ARTICLES