নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাইরে থেকে কর্মীদের দিয়ে কাজ করানো এবং স্থানীয় কয়েকজন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বড়া চৌমাথায় রবিবার কারখানার গেটের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলেমপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । কর্তৃপক্ষ আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। বড়া চৌমাথায় একটি ইথানল তৈরির কারখানা তৈরি হয়েছে বছর তিনেক আগে। দু’বছর আগে উৎপাদন শুরু হয় । বিল্বগ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর রায়চৌধুরী জানান,” প্রথম থেকেই মালিকপক্ষ কথা দিয়েছিলেন স্থানীয় কিছু লোকজন নিয়োগ করা হবে কাজের সুযোগ পাবেন। কিন্তু এখন ভিনরাজ্য থেকে এবং বাইরের জেলা থেকে কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে। স্থানীয় এলাকার লোক ছাঁটাই করে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ” তারা স্থানীয় এলাকার কয়েকজন শ্রমিকের কাজ করছিলেন। ১২ ঘন্টা কাজের বিনিময়ে ৩৫০ টাকা রোজমজুরিতে কাজ করছিলেন। কয়েকদিন আগেই তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। তার জেরেই বিক্ষোভের সৃষ্টি হয়। জানা যায় এদিন কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
স্থানীয়দের বঞ্চিত করার অভিযোগে কারখানায় বিক্ষোভ তৃণমূলের
RELATED ARTICLES