নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানে পৌছালেন। রবিবার সন্ধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সোমবার জাতীয় সড়কের প্যামড়া মোড়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ পৌঁছায়। সেখান থেকে তাঁকে র্যালি করে দলীয় কর্মী সমর্থকরা নিয়ে যায় দলীয় কার্যালয়ে। আমার বিপরীতে কে আছে দেখিনা। আমি বোলার দেখি না, বল দেখি। এভাবেই নিজস্ব স্টাইলে বর্ধমানে ভোটের প্রচারে নামলেন দিলীপ ঘোষ।এদিন সাংবাদিক সম্মেলনে এইভাবেই সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, মেদিনীপুরে আমি পিচ তৈরি করেছি। বর্ধমান তো জেগে আছে। জোশ তো দেখলেন কর্মীদের। আজ প্রথম বলেই তো ছক্কা হলো। এখানকার সাংসদ কী কাজ করেছেন তার রিপোর্ট কার্ড পেশ করবেন। করোনা, লকডাউন, সন্ত্রাসের কারণে অনেক দিন নষ্ট হয়েছে। ঘোষ জানান, প্রয়োজনে এই কেন্দ্রেও প্রচারে আসবেন এস এস আহলুওয়ালিয়া। কী ইস্যুতে লড়বেন? সাংসদ জানান, হাজারো ইস্যু আছে। বহু ক্ষোভ আছে। আমরা মোদিজীর সুশাসন দেব। তিনি দাবি করেন, ১০০০ টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম কেড়ে নিতে চাইছে। পঞ্চায়েত পুরসভায় যারা ভোট দিতে পারেন নি তাদের এবারে একটা বড় সুযোগ। সাংবাদিক সম্মেলনের পর দিলীপ ঘোষ দুর্গাপুর যান দোল খেলতে। কাল বর্ধমানে মন্দিরে পুজো দিয়ে বর্ধমানের দোলে অংশ নেবেন।
‘আমি বোলার দেখি না,বল দেখি’-দিলীপ ঘোষ
RELATED ARTICLES