নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মাঠে নেমে চার ছয় মারেন তিনি এবং খেলা শেষে কীর্তি আজাদকে কটাক্ষ করে বলেন,ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ডও নই আর টায়ার্ডও নই। আমি এখনো সেভাবেই খেলি,যে মাঠে যাই সেই মাঠেই খেলি, যেমন পিচ পাই সেই ভাবেই খেলি এবং জিতি। জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। শনিবার প্রাত: ভ্রমণে বের হয়ে লোকো ব্লিস মাঠে নেমে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ একথা বলেন। খেলা শেষে লোকো চিলড্রেন্স পার্কে গিয়ে গান শোনেন এবং পার্ক অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেলের এক কর্মীকে তিনি বলেন, সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারেন না? আমি তো ঝগড়া করি না, রেলমন্ত্রীকে টুইট করব। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কালকের মধ্যে পার্ক পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখানে ভোট দিতে পারবেন না। রেগে গিয়ে তিনি বলেন,বাচ্চাদের পার্ক আর ডাস্টবিন করে রেখে দেবেন?
ব্যাট হাতে চার ছয় মেরে কীর্তি আজাদ-কে কটাক্ষ দিলীপ ঘোষের
RELATED ARTICLES