নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রচারে বের হলেই খবরের শিরোনামে চলে আসছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার প্রাতঃভ্রমণের পর দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি ফুলঝোড় মোড়ে জনসংযোগের জন্য একটি চায়ের দোকানে যান। দিলীপ ঘোষ সেখানে পৌঁছতেই কিছু মহিলা দিলীপ ঘোষকে লক্ষ্য করে ‘জয় বাংলা’,‘গো ব্যাক’,’দিলীপ ঘোষ দূর হটো’ স্লোগান দিতে থাকে। এরপর সেখানে আরও কিছু মহিলা ও পুরুষ হাজির হন,তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা। মহিলারা দিলীপবাবুর কাছে জানতে চান, ‘কেন কেন্দ্রের প্রতিশ্রুতি বাংলার মানুষ পাচ্ছে না’। কিন্তু দিলীপ বাবু সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। এরপরই তৃণমূলের সমর্থকরা আরও জোরালো স্লোগান দিতে থাকলে বিজেপি কর্মীরাও তৃণমূলকে ‘চোর’ বলে পাল্টা স্লোগান দিতে থাকলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা করলেও উত্তেজনা বাড়তেই থাকে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে দেখে বিজেপির কর্মীরা দিলীপবাবুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে,যাওয়ার সময় নিউ টাউনশিপ থানায় বিজেপির কর্মীরা তৃণমূলের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতে থাকলে সেখানেও উত্তেজনার সঞ্চার হয়। জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”তাঁদের কর্মীদের ওপর আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তার আরও অভিযোগ, ‘‘দিলীপ ঘোষের চা-চক্র অনুষ্ঠানে পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদেরকে এগিয়ে দিয়ে উত্তেজনার পরিবেশ তৈরী করা হয়েছে”। এই ঘটনার নেপথ্যে এলাকার তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহার মদত রয়েছে বলেও চন্দ্রশেখরের অভিযোগ। অন্যদিকে থানা থেকে বিজেপির নেতাকর্মীরা বেরিয়ে যাওয়ার পরই নিউ টাউনশিপ থানায় গিয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূল। তৃণমূল নেতা দীপঙ্কর লাহার অভিযোগ, সাধারণ কয়েকজন মহিলা দিলীপ ঘোষকে কয়েকটি প্রশ্ন করতে গিয়েছিলেন কিন্তু তাদের সঙ্গে বিজেপি প্রার্থী দুর্ব্যবহার করেছেন। তাতেই উত্তেজনার সৃষ্টি হয়।
দুর্গাপুরের ফুলঝোড়ে দিলীপ ঘোষকে ‘গো ব্যাক,দূর হটো স্লোগান’ ঘিরে উত্তেজনা
RELATED ARTICLES