নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের রেষ কাটিয়ে রাজ্যে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে এবার সামনে রেখে ফের দলকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। সাংসদ সুকান্ত মজুমদার এবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাওয়ায় বঙ্গ বিজেপির সভাপতি কে হবেন,তা নিয়ে জল্পনা থাকলেও আপাতত বাংলায় বিজেপির নতুন সভাপতি নির্বাচিত করা হয়নি। এদিকে দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায় দুজনেই লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। তবে, প্রাথমিক ধাক্কা সামলে দুজনেই দলের কাজে নেমে পড়েছেন। বুধবার এই দুই নেতা নেত্রী দুর্গাপুরে আসেন দলের বৈঠকে যোগ দিতে। তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির অন্যতম নেতা লক্ষ্ণণ ঘোড়ুই। দুর্গাপুর ইস্পাতনগরীর বিজোনে ৩১ নং বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপি দলীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পশ্চিমবঙ্গ বিজেপির আটটি সাংগঠনিক জেলা যথাক্রমে বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম,বোলপুর,বর্ধমান সদর,বর্ধমান দুর্গাপুর, আসানসোল এবং পুরুলিয়ার দলীয় আধিকারিকরা এই বৈঠকে যোগদান করেন। পরে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় দুজনেই জানান, দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক ছিল। দলের বিভিন্ন কর্মসূচীর বিষয় ছাড়াও বিগত লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, সেখানে যারা তান্ডব করছে তারা কোনো দলের হতে পারে না। তাহলে তারা জাতীয় সম্পদ নষ্ট করত না। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের সেই সব সমাজবিরোধীরাই এই রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের মারধর করেছে। লকেট চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অথচ তার ভাঙা মূর্তি আজ ফুটপাতে পড়ে আছে। তিনি বলেন, এই বাংলাদেশকে আমরা জানি না।
দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে দুর্গাপুরে দিলীপ ও লকেট
RELATED ARTICLES