নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ প্রাতঃভ্রমণে গিয়ে দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে চরম ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন বর্ধমানের শাঁখারিপুকুর এলাকায় প্রাতঃভ্রমণে যান। সেখানেই দেখা যায় বিজেপির বেশ কিছু পতাকা মাটিতে পড়ে আছে। দিলীপ ঘোষ ও অন্যান্য কর্মীরা সেগুলি কুড়িয়ে নেন। এরপরে চা চক্রে বসে তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি থাকলে কর্মীরা পতাকা লাগায়। আজ এসে দেখি সেগুলো ডান্ডা ভেঙে পথের ধারে ফেলা হয়েছে’। তিনি আরো বলেন, ‘টি এমসি’র রাজনীতি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। ওরা এখানে চায়ের দোকান বন্ধ করে রেখেছে। চা চক্রের এমন ঠ্যালা ওরা চায়ের দোকান বন্ধ করে দিচ্ছে। ওদের হার নিশ্চিত। কিছু পাতাখোর বাংলাখোরকে নিয়ে দল চালাচ্ছে। আর বিজেপির ঝান্ডা খুলছে’।
দিলীপের দাবি,‘চা চক্রের এমন ঠ্যালা ওরা চায়ের দোকান বন্ধ করে দিচ্ছে’
RELATED ARTICLES