নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার ভাতারে দিনভর প্রচারের শেষে মঞ্জুলা গ্রাম এসে কীর্তনে অংশ নিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । তার আগে গ্রামের দলের সমর্থকদের মুখোমুখি হন তিনি৷ এসময় নির্যাতিত ও ঘরছাড়া কর্মীরা তার কাছে ক্ষোভ উগরে দেন। এমনকি অত্যচারিত হলে কোনো নেতাকেই পাশে পাননি বলেও জানালেন কেউ কেউ। দিলীপ ঘোষ তাদের আশ্বস্ত করেন। বলেন, যারা এসব অত্যাচার করছে তাদের হাল সাজাহানের মত হবে। নারীদের উপর অত্যাচার করেছে যারা তারা ধ্বংস হবে। মঞ্জুলা গ্রামের রাণু চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার চলছে।বাড়ি দোকান ভাঙচুর করেছে। স্বামীকে হাত ভেঙে ফেলে রেখেছে। এসময় একজন ছাড়া কাউকে পাশে পাননি। তারা চান নিরাপত্তার আশ্বাস। এরুয়ার গ্রামের শ্যামল অধিকারী বলেন, পাঁচ বছর তারা ঘরে আসতে পারেন নি।বোমাবাজি চলেছে। গুলি করা হয়েছে। ছেলের নামে গাঁজা কেস দিয়েছে। আজ দিলীপ ঘোষ আসায় গ্রামে এলেন।
প্রচারের এসে কীর্তনে অংশ নিলেন দিলীপ ঘোষ
RELATED ARTICLES