সংবাদদাতা,পুরুলিয়াঃ অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চাঁদসী চিকিৎসক। অভিযুক্ত ওই চিকিৎসক সৌরভ বিশ্বাসের পুরুলিয়ার বরাবাজারে চাঁদসী ফার্মেসি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৬ জুন পুরুলিয়ার বলরামপুর থানার জোসুডি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ তার শারীরিক সমস্যার জন্য সৌরভ বিশ্বাসের কাছে চিকিৎসা করাতে যান। চাঁদসি ফার্মেসিতে ভর্তি করানো হয়। এরপর মঙ্গলবার অন্তঃসত্ত্বা গৃহবধূ বরাবাজার থানায় লিখিত অভিযোগ করে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতা হানির কথা জানান। এরপরই বরাবাজার থানার পুলিশ অভিযুক্ত চাঁদসি চিকিৎসক সৌরভ বিশ্বাসকে গ্রেফতার করে। তাকে পুরুলিয়া জেলার আদালতে তোলা হয়। ওই গৃহবধূর আত্মীয়রা অভিযুক্ত চাঁদসি চিকিৎসকের কঠোর শাস্তির দাবি তুলেছেন।