নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: কেন্দ্রীয় সংস্থা সেইল পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের একাধিক বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো কংগ্রেসের শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে নগর প্রশাসনিক ভবনে ম্যানেজমেন্টের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে,কোয়ার্টার লিজিং/লাইসেন্সিং সহ ৬৮ প্লট বন্টনের দাবিতে,টাউনশিপে দু বেলা জলের দাবিতে,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে,শ্রমিকদের কোয়ার্টারের যথাযথ রক্ষনাবেক্ষনের দাবিতে, টাউনশিপের ঝোপঝাড় পরিস্কার করার দাবিতে,টাউনশিপের সমস্ত রাস্তা সংস্কারের দাবি সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে এই বিক্ষোভ সমাবেশ হয়। শ্রমিক সংগঠনের কর্মীরা টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের চিপ জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বসে পড়েন। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দেয় সিআইএসএফ বাহিনী। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত, কার্যকরী সভাপতি পরেশ কর্মকার, সংগঠনের সম্পাদক রবিন গঙ্গোপাধ্যায়, অফিস সম্পাদক শান্তনু ভট্টাচার্য, কোষাধক্ষ্য বরুণ চট্টোপাধ্যায় প্রমুখ।
ইস্পাত নগরী প্রশাসনিক ভবনে এক গুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভে সামিল এইচ এস ডব্লিউ ইউ
RELATED ARTICLES