সার্থক কুমার দে,অন্ডালঃ বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যাতে উদ্বোধন হলো উখরা গ্রামের সারদা পল্লী মেইন রোড সর্বজনীন ও উখরা হুজুকপাড়া বি আর আম্বেদকর স্মৃতি সংঘের পুজো মণ্ডপের। সারদাপল্লী পুজো মণ্ডপের উদ্বোধন করলেন বীরভূমের দুবরাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী আশু মহারাজ জী। এই পুজোর এবার পড়ল ২২ তম বর্ষে। পুজোর থিম “বন্যরা বনে সুন্দর- শিশুরা মায়ের কোলে”। মন্ডপে সজ্জিত প্রতিমাটিতে রয়েছে মা দুর্গার কোলে গণেশ,কার্তিক,লক্ষ্মী-সরস্বতী সবাই। মন্ডপটি তৈরি করা হয়েছে বাংলার প্রচলিত গামছা দিয়ে। মন্ডপে শোভা পাচ্ছে গামছা দিয়ে তৈরি হাত পাখা,কুলো। পুজো কমিটির কর্তারা জানান ধনী, দরিদ্র গামছা সবার কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু গামছা শিল্প অবহেলার কারণে ধুঁকছে। সেই বিষয়টিকেই মণ্ডপে তুলে ধরা হয়েছে। অন্যদিকে হুজুক পাড়ার বি আর আম্বেদকর স্মৃতি সংঘের পুজো এবার পড়লো তৃতীয় বর্ষে। এদিন সন্ধ্যায় মন্ডপের উদ্বোধন করেন উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে। বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে মন্ডপের কারুকার্যে।
পঞ্চমীতে পুজোর উদ্বোধন,চমক গামছার মন্ডপে
RELATED ARTICLES