সার্থক কুমার দে, অন্ডালঃ অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারির দুর্গাপুজো এবার পড়লো ৪৬ বছরে। এ বছর পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে সুদৃশ্য মন্ডপ। প্রতিবছরের মত এ বছরও দুর্গাপুজো উপলক্ষে মন্ডপ সংলগ্ন মাঠে বসেছে মেলা।প্রতিদিন সন্ধ্যা বেলায় রয়েছে সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন। অন্যদিকে কাজোড়া গ্রামের পারিবারিক পুজো গুলির মধ্যে অন্যতম হলো চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো। দেড়শ থেকে ২০০ বছরের পুরনো পারিবারিক এই পুজোটির সূচনা করেছিলেন পরিবারের আদি পুরুষ সর্বেশ্বর চক্রবর্তী। পুজোটি হয় শাক্তমতে। সপ্তমীতে চাল কুমড়ো,অষ্টমী ও নবমীর দিন হয় ছাগ বলি।চার পুরুষ ধরে সাবেকি,ঐতিহ্য ও পরম্পরার সাথে বাড়ির পুজোর আয়োজন হয় বলে জানান অসীম কুমার চক্রবর্তী।
কাজোড়া গ্রামে পারিবারিক,কোলিয়ারিতে বিগ বাজেটের পুজো ঘিরে দর্শণার্থীদের উন্মাদনা
RELATED ARTICLES



