সার্থক কুমার দে, লাউদোহাঃ রাজ্যের সর্বত্র দশমীর দিন প্রতিমা বিসর্জনের রেওয়াজ থাকলেও দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকের গৌরবাজার গ্রামে প্রতিমা বিসর্জন হয় একাদশীর দিন। প্রায় আড়াইশো বছর ধরে গ্রামে এই রেওয়াজ চলে আসছে। সেই পরম্পরা মেনে বুধবার শোভাযাত্রা ও মিলন মেলার সমাপ্তির পর সম্পূর্ণ হল প্রতিমা বিসর্জন পর্ব। আকর্ষণীয় এই অনুষ্ঠানটি হয় গৌরবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন “ঠাকুরঘুরো” মাঠে। গ্রামের ১১টি দুর্গা প্রতিমা ছাড়াও পার্শ্ববর্তী গোগলা, কাঁকসা সহ আরও দুটি প্রতিমা এই আয়োজনে যোগ দেয়। এদিন বেলা তিনটে নাগাদ এক একটি করে ১৫টি প্রতিমা পৌছায় “ঠাকুরঘুরো” মাঠে। সেখানে প্রতিমা গুলির একে অপরের মিলন হয়, তাই একে বলা হয় মিলন মেলা। এরপর শুরু হয় শহুরে কার্নিভালের মত সুদৃশ্য শোভাযাত্রা। অন্যান্য বছরের মতো এবারও মিলন মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠান দেখতে মাঠে ভিড় জমিয়ে ছিল প্রায় দশ হাজারেরও বেশি জনতা। স্থানীয়দের পাশাপাশি এসেছিলেন পার্শ্ববর্তী বীরভূম জেলার প্রচুর সংখ্যক দর্শনার্থী।
গৌরবাজার গ্রামে প্রতিমা বিসর্জন ঘিরে যেন মিনি কার্ণিভাল
RELATED ARTICLES