Sunday, November 24, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গচতুরঙ্গ সর্বজনীন দূর্গাপুজোর খুঁটিপুজো

চতুরঙ্গ সর্বজনীন দূর্গাপুজোর খুঁটিপুজো

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের অন্যতম বড় বাজেটের জনপ্রিয় সার্বজনীন শারদীয়া দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হল সিটি সেন্টারের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব এবার ৩৭ বছরে পড়ল। সোমবার উল্টোরথের দিন সকালে খুঁটিপুজোর মধ্যে দিয়ে এবারের দূর্গাপুজোর শুভ সূচনা হল। পুরোহিতের মন্ত্র উচ্চারনের মাধ্যমে খুঁটি পোঁতা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চতুরঙ্গ দুর্গাপুজোর সভাপতি ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুজো কমিটির সদস্যরা ও স্থানীয় অধিবাসীরা। কবি দত্ত আশা প্রকাশ করেন,সবার সহযোগিতায়  প্রতিবারের মত এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছরও যথেষ্ট জাঁকজমক ও আড়ম্বরের মধ্যে সম্পন্ন হবে। তিনি বলেন,সমগ্র নন্ কোম্পানী এলাকায় একটি মাত্র দুর্গাপুজো হয়।পুজো কমিটির কার্যকরী সভাপতি পরমব্রত চ্যাটার্জি বলেন, অন্যান্য বছরের মত এবছরও পুজোমন্ডপের অলংকরণে বিশেষ আকর্ষণ থাকবে। এবারের পুজোর বাজেট ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা। এলাকার বাসিন্দা বিশিষ্ট লেখক প্রণয় রায় বলেন, আজ থেকে একশ বছর আগে একমাত্র বনেদি জমিদার বাড়িতেই দুর্গাপুজো হত। জমিদার বাড়ির ঠাকুরদালানে রথয়াত্রার সময় দুর্গা প্রতিমার বাঁশ ও কাঠের কাঠামোকে পুজো করে প্রতিমা তৈরী শুরু হত। কালক্রমে এই কাঠামোর পুজোই মন্ডপ তৈরীর খুঁটি পুজোয় পর্যবসিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments