নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২২ সেপ্টেম্বরঃ বিগত বেশ কয়েক বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন এলাকার দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারী আর্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের তুলনায় এই অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলিকে। অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও পুজো কমিটিগুলিকে পুজো গাইড জানিয়ে দেওয়ার পাশাপাশি পুজো অনুদানের চেক দেওয়াও শুরু করেছে পুলিশ ও জেলা প্রশাসন। শনিবার আসানসোলে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকের পর সেখানকার পুজো কমিটিগুলিকে অনুদানের চেক দেওয়া শুরু হয়েছে। রবিবার সৃজনীতে পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠকে এই অনুদানের চেক দেওয়া শুরু হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আয়োজনে এই অনুষ্ঠানে পুজোর গাইড লাইন প্রকাশ করা হয় এবং তারপর এদিন দুর্গাপুরের মোট ৯টি পুজো কমিটির হাতে পুজোর অনুদানের চেক প্রদান করা হয়। বাকি পুজো কমিটিগুলিকেও দেওয়া হবে। এ বছর পশ্চিম বর্ধমান জেলায় মোট ১১৭০টি পুজো কমিটিকে সরকারী অনুদান দেওয়া হচ্ছে। তারমধ্যে দুর্গাপুরে এই সংখ্যাটা হল ১৭৫টি। আরও ৪টি পুজো কমিটি এবার অনুদান প্রাপ্তীর তালিকাভুক্ত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, জেলা শাসক পোন্নমবলম এস,মন্ত্রী প্রদীপ মজুমদার,ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা,মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,পুরসভার কমিশনার আব্দুল কালাম আজাদ প্রমূখ।
আসানসোল ও দুর্গাপুরে পুজো অনুদানের চেক দেওয়া শুরু হল
RELATED ARTICLES