প্রণয় রায়,দুর্গাপুর,১৪ অক্টোবরঃ দুর্গাপুজোর পরে দুর্গাপুরের আরও এক আকর্ষণ হল পুজো কার্নিভ্যাল৷ দুর্গাপুরের এই কার্নিভাল এবার তৃতীয় বছরে পড়ল। গত বছর ১৬টি পুজো কমিটি অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ১৪টি। এগুলির অন্যতম হল সিটি সেন্টারের চতুরঙ্গ। দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন মহাত্মা গান্ধী রোড এলাকা এখন জমজমাট। যে রাস্তা দিয়ে কার্নিভাল যাবে, তার এক পাশে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে অতিথিরা থাকবেন। সাধারণ মানুষের দেখার জন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। দুর্গাপুরের মোট চোদ্দটি দুর্গাপুজো নিয়ে দুর্গাপুর মহিলা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দুর্গাপুর কার্নিভালের আয়োজন করা হয়েছে। চতুরঙ্গর এবারের থিম গুজরাটের সংস্কৃতির এক ঝলক চলমান প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। তারই প্রস্তুতি হিসেবে চতুরঙ্গ মন্ডপকে পেছনে রেখে পুজো কমিটির সদস্য ও সদস্যারা ভারতবর্ষের এক খন্ড সংস্কৃতিকে তুলে ধরেছে তাদের পোশাকে।
কার্নিভালের প্রস্তুতিতে দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি
RELATED ARTICLES