নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ কলেজের অধ্যাপকরা প্রতিমাসে নির্দিষ্ট সময়ে বেতন পান। সরকারি সুযোগ সুবিধাও গ্রহন করেন। অথচ নিয়মিত ক্লাসে আসেন না। অভিযোগ কেউ মাসে দু’দিন, আবার কেউ মাসে চারদিন কলেজে আসেন। অধ্যাপকদের নিয়মিত ক্লাসে আসার দাবিতে সোমবার দুর্গাপুর গর্ভমেন্ট কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্র ছাত্রীরা। বিক্ষোভ সমর্থন করে টিএমসিপি। নিয়মিত ক্লাস ছাড়াও কলেজের কিছু অব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদে সরব হন পড়ুয়ারা। ছাত্র নেতা শুভজ্যোতি মজুমদার বলেন, ‘আমাদের কাছে তালিকা আছে কোন অধ্যাপক মাস কতদিন ক্লাস নেন। সেই তালিকা আমরা অধ্যক্ষকে জমা দিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে যদি অধ্যাপকরা নিয়মত ক্লাসে না আসেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।’
অধ্যাপকদের অনিয়মিত উপস্থিতির প্রতিবাদে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ
RELATED ARTICLES