Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গচুরিঃঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়ার হুমকি পুর নিগমের

চুরিঃঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়ার হুমকি পুর নিগমের

সনাতন গঁরাই

কথা নিউজ সার্ভিস

দুর্গাপুরঃ চোর ধরতে এবার পথে পুর নিগমের প্রশাসক। বিরোধীদের কটাক্ষ – এটা সস্তা নাটক। কয়েক মাস ধরে বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। শহরের এই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। বৃহস্পতিবার ফের রাস্তার কাজ শুরু হতেই এলাকায় পৌঁছালেন নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়। “ভালোভাবে কাজ করুন না হলে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন আমার কাছে, সব বিল আটকে যাবে,” এই বলে কড়া ভাষায় ঠিকাদারকে ধমকও দিলেন অমিতাভ। বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহার একটি রাস্তা,নিত্য দিন দুর্ঘটনার ছবি চেনা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে। ভোটের আগে পলাশডিহার তথ্য প্রযুক্তি হাব থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেয় দুর্গাপুর নগর নিগম। কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল তৃণমূলের স্থানীয় নেতাদের কাটমানির দ্বন্দ্বে সেই কাজ বন্ধ হয়ে যায়। একই অভিযোগে সরব হয় সিপিআইএম নেতৃত্বও। বিজেপির স্থানীয় নেতৃত্ব গত ২১ শে মে পলাশডিহার এই রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয়। ফের পলাশডিহার সেই রাস্তা দেখতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সাথে নিয়ে আসেন নগর নিগমের বাস্তুকার ও আধিকারিকদের। রাস্তার মান উন্নত করার কথা জানিয়ে তিনি কড়া ধমক দিলেন সংশ্লিষ্ট ঠিকাদারকেও। অমিতাভ ঘুরে দেখেন গোটা রাস্তাটি। বৃহস্পতিবার থেকে ফের কাজ শুরু হলো বলে জানালেন তিনি। দুষলেন বিজেপি সিপিআইএমকেও। কাজ শুরুর দিনও পুরো ব্যাপারটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে অভিহিত করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। সমালোচনায় সরব হয়ে সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “কাটমানি রাজ চলছে দুর্গাপুর নগর নিগমে। নগর নিগম এখন চালাচ্ছে প্রোমোটার,ঠিকাদারেরা। সেই জন্যই দুর্গাপুর নগর নিগম এলাকায় উন্নয়নের কাজের এই বেহাল দশা। দেদার লুঠ চলছে, যে যেমন করে পাচ্ছে ঢালাও কামিয়ে নিচ্ছে।” নগর নিগমে লুঠ, দূর্নীতি, স্বজনপোষণের অভিযোগ গত দেড় বছরে বেড়েছে বিস্তর। নিগমের গাড়ি নিয়োগ ও মেরামতি,সড়ক নির্মাণ,জল সরবরাহ আর সম্পদের অপব্যবহার বেড়েছে চাঁদির জুতো পরা প্রশাসক মন্ডলীর রাজত্ব শুরু হওয়ার পরই,বলে অভিযোগ সব মহলেরই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments