দুর্গাপুর,১ নভেম্বরঃ না,কোনো নির্বাচনের বিজ্ঞপ্তি নয়। একটু রদবদল করে ফের প্রশাসনিক বোর্ডকেই বহাল রাখার বিজ্ঞপ্তি জারি করা হল দুর্গাপুর পুরসভায়। ২০১৭ সালে শেষবার নির্বাচন হওয়ার পর ২০২২ সালে তার মেয়াদ শেষ হলেও আর নির্বাচন করা হয়নি। পরিবর্তে পাঁচজনের প্রশাসনিক বোর্ড এই পুরসভার পরিচালনার দায়িত্ব পেয়েছে,যার মাথায় রাখা হয়েছে পূর্বতন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে। এদিন এক বিজ্ঞপ্তিতে তাকেই ফের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন পদে রাখা হল। তবে,এতোদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা অমিতাভ বন্দ্যোপাধ্যায় (জহর)কে সরিয়ে তার জায়গায় ভাইস চেয়ারম্যানের পদে বসানো হয়েছে এতোদিন এই বোর্ডের সদস্য থাকা ধর্মেন্দ্র যাদবকে। যদিও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক বোর্ডের সদস্য রাখা হয়েছে। তার সঙ্গে আগের দুই সদস্য দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারীকেও সদস্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। সোজা কথায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডকে একটু নড়িয়েচড়িয়ে চাঙ্গা করার চেষ্টা করা হল।
অনিন্দিতাই ফের দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক
RELATED ARTICLES



