নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২২ সেপ্টেম্বরঃ দেখতে দেখতে ৫০ বছর পূর্ণ করল ভারতীয় রেড ক্রশ সোসাইটির দুর্গাপুর শাখা। ১৯২০ সালে ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটির প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৫৪ বছর পর ১৯৭৪ সালে দুর্গাপুরে এই সোসাইটির একটি শাখা চালু করা হয়। বর্তমানে সিটি সেন্টারে রেড ক্রশ ভবনে নিত্য স্বাস্থ্য পরিষেবার কাজ করে চলেছেন সোসাইটির সদস্যরা। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বছরের বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির করে থাকে রেড ক্রশ কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানেও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণও দেয় এই সংস্থা। রবিবার দুর্গাপুর শাখার ৫০ বছর তথা সুবর্ণজয়্ন্তী বর্ষ উদযাপন করা হল দুর্গাপুর মহকুমা তথ্য কেন্দ্রের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পোন্নমবলম এস,মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর রেড ক্রশের চেয়ারম্যান তথা মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ব্লকের বিডিও।
রেড ক্রশ সোসাইটির দুর্গাপুর শাখার সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন
RELATED ARTICLES