Saturday, May 10, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গ১৪ দফা দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ

১৪ দফা দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ

সংবাদদাতা,দুর্গাপুরঃ শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানা তথা ডিএসপিতে ফের একবার বিক্ষোভে সামিল হল শ্রমিক সংগঠন আইএনটিইউসি। এনজেসিএস-এর বকেয়াগুলি অবিলম্বে মিটিয়ে দেওয়া, ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়া, কারখানার বিভিন্ন বিভাগে শূন্য পদে অবিলম্বে কর্মী নিয়োগ সহ মোট ১৪ দফা দাবিতে সংস্থার সিজিএম (এসএমএস) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ দেখায় আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন। বিক্ষোভ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক)রজত দীক্ষিত সংগঠনের তরফে তাদের দীর্ঘদিনের বেশ কিছু দাবির কথা তুলে ধরেন। এগুলির মধ্যে রয়েছে নয়া শ্রম কোড বাতিল করতে হবে, লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলিকে বেসরকারিকরণ করা চলবে না, ঠিকা শ্রমিকদের নূন্যতম মজুরি ২৬ হাজার টাকা করতে হবে। উল্লেখ্য আগামী ২০ মে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারতে সাধারণ ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে,এদিনের সভা থেকে সেই ধর্মঘট সফল করার আহ্বানও জানিয়েছেন রজতবাবু। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পরে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments