দুর্গাপুর,২৬ এপ্রিলঃ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি পেল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। দেশের উন্নত হাসপাতালগুলির তালিকায় দুর্গাপুরের এই সরকারী মহকুমা হাসপাতালও যে রয়েছে,এই স্বীকৃতি তারই প্রমান বলে দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। শনিবার হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর থেকে এই বিশেষ সম্মান প্রাপ্তীর কথা জানান হাসপাতালের সুপার ধীমান মন্ডল। তিনি জানান,কেন্দ্রীয় সরকারের ন্যাশান্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স (এনকিউএএস)এর মূল্যায়নে এই হাসপাতাল ৮৭ শতাংশ নম্বর পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফে এক সপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন কাজকর্ম নিয়ে সমীক্ষা করা হয়েছিল। তারপরই কেন্দ্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই সম্মানপত্র দেওয়া হয়েছে হাসপাতালকে। শনিবার মহকুমা হাসপাতালে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দেশের প্রথম শ্রেণীর হাসপাতালগুলির তালিকায় দুর্গাপুর মহকুমা হাসপাতালও রয়েছে জেনে আমরা সবাই খুশি। এডিডিএর চেয়ারম্যান তথা হাসপাতালের রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, চিকিৎসা পরিষেবা ও পরিচ্ছন্নতার দিক থেকে এই হাসপাতালের অনেকটাই উন্নতি হয়েছে। এই স্বীকৃতি সেটাই প্রমান করেছে। এই সম্মান প্রাপ্তীর ক্ষেত্রে ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মী থেকে হাসপাতালের সকল শ্রেণীর কর্মীদেরই বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিন নতুনভাবে সংস্কার করে তোলা হাসপাতালের অপারেশন থিয়েটারেরও উদ্বোধন করা হয়। উল্লেখ্য, বেসরকারী একটি ইস্পাত সংস্থার পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা ব্যায়ে অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় আধুনিক যন্ত্রও এখানে আনা হয়েছে বলে সুপার জানান।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল পেল কেন্দ্রীয় সরকারের বিশেষ স্বীকৃতি
RELATED ARTICLES