নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,১১ আগস্টঃ কলকাতার আর জি কর হাসপাতালে নাইট ডিউটিতে থাকাকালিন এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই কলকাতা সহ সারা রাজ্যেই সেই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। সরকারী হাসপাতালের ভিতরে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা কিভাবে ঘটে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালে মহিলাকর্মী,নার্স,মহিলা ডাক্তারদের নিরাপত্তার দাবিতে রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালে বিক্ষোভ দেখা গেছে এবং একই সঙ্গেই আর জি করে ওই নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জোরালো হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে। এই পরিস্থিতিতে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার এনিয়ে এক সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, হাসপাতালের সুপার ধীমান মন্ডল,রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল,বিশিষ্ট চিকিৎসক ডা.সত্যজিৎ বোস সহ কয়েকটি বেসরকারী হাসপাতালের কর্তাব্যক্তিরাও এখানে উপস্থিত ছিলেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তরফে জানানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালকে নিরাপদ ও পরিষ্কার রাখতে দুর্গাপুরের দুটি সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতা নেওয়া হচ্ছে। বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালের বাইরে নিরাপত্তা বাড়াবে এবং দুটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভিতরে পরিচ্ছন্নতায় নজর দেবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুর মহকুমা হাসপাতালকে সবদিক থেকেই এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে”। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, “এমনিতেই এখানে নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় সতর্ক থাকি। এখানে সর্বত্র সিসিটিভিও রয়েছে। তবে এবার নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে আমরা বেসরকারি হাসপাতালগুলির সহযোগিতা নিচ্ছি”। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, “বেসরকারি হাসপাতালের মতোই নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতায় মহকুমা হাসপাতালকেও আমরা গড়ে তুলতে চাইছি। এরজন্য দু’টি সুপার স্পেশালিটি এবং একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনে তারা সাড়া দিয়েছেন। আশাকরি দুর্গাপুর মহকুমা হাসাপাতাল পরিষেবা,নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় আগের থেকেও উন্নতি করবে”।
বেসরকারী হাসপাতালের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় উন্নতির উদ্যোগ
RELATED ARTICLES