দুর্গাপুর,১৫ ডিসেম্বরঃ গত ৫ ডিসেম্বর তৃতীয়বারের দুর্গাপুর উৎসবের সূচনা করেছিলেন টলিউডের সুপার স্টার নায়ক জিৎ। ইস্পাত নগরীর চিত্রালয় মেলা ময়দানে ১০ দিনব্যাপী দুর্গাপুর উৎসবের শেষ দিন ১৫ ডিসেম্বর শহরের সঙ্গীতপ্রেমীদের মনজয় করতে এলেন বলিউডি জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তার আগে গত ৮ ডিসেম্বর বলিউডের আর এক তারকা গায়িকা পলক মুচ্ছল মাতিয়ে দিয়ে গিয়েছেন দুর্গাপুরকে। ওই দিন বহু সাধারন দর্শক বসার জায়গা না পেয়ে অনেকটা দূর থেকে প্রিয় শিল্পীর গান শুনেছিলেন। তাদের অভিযোগ ছিল, শুধু ভিভিআইপি ও ভিআইপিদের কথা না ভেবে সাধারন দর্শকদের জন্যও ভালো ব্যবস্থা করা হোক। সেকথা মাথায় রেখেই জাভেদ আলির সঙ্গীতানুষ্ঠানের জন্য অতিরিক্ত পাঁচ হাজার চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে উৎসব কমিটি। দুর্গাপুর উৎসবের শেষ দিন যাতে সমস্ত দর্শকরা জাভেদ আলিকে সরাসরি দেখতে পায় এবং তার গান উপভোগ করতে পারে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। উল্লেখ্য এবারের উৎসব মঞ্চ যেমন স্থানীয় শিল্পীরাও ভাগ করে নিয়েছে তেমনই এখানে বিগত দিনে দুর্গাপুরের সঙ্গীতপ্রেমীদের আনন্দ দিয়ে গেছেন একের পর এক বিশিষ্ট শিল্পী। এদের মধ্যে পলক মুচ্ছল ছাড়াও ছিলেন মনোময় ভট্টাচার্য,ইন্দ্রনীল সেন,দুর্নিবার সাহা, কেশব দে। এছাড়াও ক্যাকটাস ব্যান্ড এবং নন্দী সিস্টারদের গানও উপভোগ করেছেন দুর্গাপুরের সঙ্গীতপ্রেমীরা।
জিৎ দিয়ে শুরু,জাভেদ আলি দিয়ে সমাপ্তি তৃতীয়বারের দুর্গাপুর উৎসব
RELATED ARTICLES



