Monday, October 13, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গমাইথনের পর এবার পাঞ্চেতে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস

মাইথনের পর এবার পাঞ্চেতে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা,আসানসোলঃ আবাস,একশো দিনের কাজ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সরকারকে ক্রমাগত দুষে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাচ্ছে ডিভিসির জল ছাড়া নিয়েও তীব্র বিবাদ শুরু হয়েছে কেন্দ্রের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,রাজ্যকে আগাম কিছু না জানিয়েই জল ছেড়ে দিচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ফলে, বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ক্ষতির মুখে পড়ছে সাধারন মানুষ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ধরণের একতরফা পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়। আগাম অবহিত না করে জল ছেড়ে দিয়ে ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়,এটি ডিভিসি দ্বারা সৃষ্ট বিপর্যয়।  এই প্রেক্ষিতে, গত ৭ অক্টোবর তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে মাইথনে ডিভিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং কর্তৃপক্ষকে স্মারক লিপি দেওয়া হয়েছিল। মাইথনের পর শুক্রবার একই দাবি নিয়ে পাঞ্চেতেও বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি বিক্ষোভ সভায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি। ঝাড়খণ্ডের পাঞ্চেত বাঁধের প্রধান কার্যালয়ে এই অবস্থান বিক্ষোভে মলয় ঘটকের সঙ্গে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় এবং ঝাড়খণ্ড এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা। এমনকি পুরুলিয়া থেকেও তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। ডিভিসির আধিকারিকদের কাছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে অবহিত করার কথা বলা হলেও তারা সেটা করছে না বলে অভিযোগ করেন মলয় ঘটক। এমনটা যাতে না হয় এবং জল ছাড়তে হলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই দাবি জানিয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments