নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ হাতির হানা যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে বাঁকুড়ার।বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জে ২৬টি হাতি অবস্থান করছে। সন্ধ্যা নামলেই হাতির আতঙ্কে আতঙ্কিত একাধিক গ্রামের মানুষ।বড়জোড়া ব্লকের খারারি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ লালবাজার গ্রামে চারটি হাতির একটি দল তাণ্ডব চালায় গতকাল রাতে। হাতির আক্রমণে একটি কাঁচা চালা সহ বাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের একটি বাড়ির সীমানা পাঁচিল ভেঙ্গে দেয় হাতির দলটি। পরে স্থানীয়রাই হাতির দলটিকে জঙ্গলে ফেরায়।রাতেই বনদপ্তরে খবর দেওয়া হলেও সকাল পর্যন্ত কেউ খোঁজ খবর না নেওয়ায় উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী।
হাতির হানা অব্যাহত বাঁকুড়ায়,আতঙ্কিত বাসিন্দারা,বনদপ্তরের ভুমিকায় ক্ষোভ
RELATED ARTICLES