সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ নভেম্বর: ছয়দিন আগে জন্ম নেওয়া সদ্যোজাত নাতির নামকরণকে কেন্দ্র করে বাবা- ছেলের বচসা বাঁধে। আর তার জেরেই ছেলে উত্তেজিত হয়ে পড়ে। বাবাকে গলা টিপে ঠেলে মাটিতে ফেলে দেয়। পড়ে মৃত্যু হল বাবার। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুঞ্চা থানার হুলুংগাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহাদেব হাঁসদা (৫৬)। এই ঘটনায় মৃতার মেয়ে অনলা মুর্মুর লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রহিম হাঁসদা। আজ বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালত স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ৬ দিন আগে রহিমের একটি পুত্র সন্তান হয়। আর সেই সদ্যোজাত সন্তানের নামকরণ নিয়ে এদিন বিকালে পরিবারের লোকজনের মধ্যে আলোচনা চলছিল। সেই সময়ই মহাদেব ও তাঁর ছেলে রহিমের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ হঠাৎ উত্তেজিত হয়ে বাবাকে গলা টিপে ধাক্কা দিতেই তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, পুলিশ গ্রেফতার করে ছেলেকে।
নাতির নাম রাখা নিয়ে বচসা, ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, গ্রেফতার ছেলে
RELATED ARTICLES