সংবাদদাতা, অন্ডাল : আইসিএসসি বোর্ডের মাধ্যমিকের কৃতি ছাত্রী আমাদিয়া ঘোষকে শংসাপত্র ও পুরস্কার দিয়ে সম্বর্ধিত করল রাজ্য সরকার, সেই সাথে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা। বুধবার বাড়িতে এসে তার হাতে শুভেচ্ছা বার্তা, পুরস্কার ও শংসাপত্র তুলে দেন জেলা শাসকের প্রতিনিধি। প্রতি বছর মধ্যশিক্ষা পর্ষদ সহ অন্যান্য বোর্ডের মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। দেওয়া হয় শংসাপত্র ও পুরস্কার। গত বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কলকাতায় বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেই অনুষ্ঠানটি বাতিল হয়। পরিবর্তে বাড়ি বাড়ি গিয়ে সেই পুরস্কার কৃতিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার ১৫ জন কৃতি ছাত্রছাত্রীর এই পুরস্কারের জন্য মনোনীত হয়। অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা আমাদিয়া ঘোষ এরমধ্যে একজন। মাধ্যমিকে উখড়া এজি চার্জ স্কুলের ছাত্রী আমাদিয়ার প্রাপ্ত নম্বর ছিল ৮৮ দশমিক আট শতাংশ। ১ জানুয়ারি বুধবার তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়। এদিন বিকেলে তার বাড়িতে এসে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরের প্ল্যানিং কো-অর্ডিনেটর আধিকারিক সৌমেন্দ্র ব্যানার্জি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এদিন সেই শুভেচ্ছা বার্তা আমাদিয়া ঘোষের হাতেও তুলে দেন তিনি।
মাধ্যমিকের কৃতি ছাত্রীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, রাজ্য সরকারের সম্মানপত্র
RELATED ARTICLES