বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে কার্যালয়ে। বাঁশ ও দরমার তৈরি কার্যালয় মুহুর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। কার্যালয়ের কোনও অস্তিত্ব আর নেই। বিজেপি জেলা মোর্চার সহ সভাপতি অভিজিৎ দত্ত বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কার্যালয়ে আগুন লাগিয়েছে। এর আগেও এই কার্যালয়টি জ্বালিয়ে দেওয়া হয়েছিল”। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে তৃণমূল। দলের সাংগঠনিক তিন নম্বর ব্লক সভাপতি ভীম মন্ডল বলেন, “তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মিথ্যে অভিযোগ করা হচ্ছে”। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কার্যালয়ের আসপাশে অনেক গাছ আছে। গাছের শুকনো পাতা কার্যালয়ের চারিপাশে ছড়িয়ে রয়েছে। ওই পাতার আগুন কার্যালয়ে ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে গেল বিজেপির দলীয় কার্যালয়
RELATED ARTICLES