সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ শনিবার সাত সকালে পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে একটি অস্থায়ী হোটেলে হটাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে নটা নাগাদ আচমকাই ওই হোটেলটিতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে হোটেলটির গোটা কাঠামোটি ভেঙ্গে পড়ে। ভষ্মীভূত হয় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত সব সামগ্রী। আগুনের আঁচে ঝলসে যায় হোটেলের পাশে থাকা বেশ কিছু গাছও। হোটেল কর্মী অভিজিৎ ঘোষ জানান, আগুন লাগার সময় হোটেলে খাবার খাচ্ছিল বেশকিছু ক্রেতা। অল্পের জন্য তারা সবাই রক্ষা পায়। হোটেলটির মালিক খোট্টাডিহি গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ বলেন,সামনে একটা খড়ের পালুই ছিল। সেই পালুই-এ প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে হোটেলের অস্থায়ী কাঠামোতে লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আনা হয় দুটি জলের ট্যাঙ্কার। সেই জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রামকৃষ্ণ বাবু বলেন, অস্থায়ী এই হোটেল চালিয়েই চার সংসার চলত। এখন সব নষ্ট হয়ে গেল।
জাতীয় সড়কের পাশে অস্থায়ী হোটেলে আগুন
RELATED ARTICLES