সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ মঙ্গলবার পূর্ব বর্ধমান মিউনিসিপ্যালিটি স্কুল মাঠে সরকারী সভায় আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় ভার্চুয়াল মাধ্যমে ৭,০৩৩টি পাট্টার দলিল বিতরণ করেন। একই সাথে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।এর মধ্যে উল্লেখযোগ্য হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন ভবন এবং জেলা শাসকের নতুন কার্যালয়। এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটি সরাসরি দেখার আয়োজন করা হয়েছিল পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড় সংলগ্ন কমিউনিটি হলে। এখানে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন বর্ধমানের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার পাঁচটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ১০০ জনকে জমির পাট্টার কাগজ তুলে দেন তিনি। যে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সেগুলি হল ছোড়া পঞ্চায়েতের ৭/৯ পিট এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন,পাণ্ডবেশ্বর ব্লক পাবলিক হেলথ ইউনিটের কাজের শিলান্যাস,খোট্টাডিহি সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের কাজ ও বৈদ্যনাথপুর পঞ্চায়েতের বামুনী ও কোডুমা পুকুরের পুনঃখননের কাজের সূচনা। নরেন চক্রবর্তী জানান, সাধারন মানুষের জন্য এই সব প্রকল্পগুলি বিশেষ উপকারে আসবে।
