Saturday, November 30, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবর্ধমান স্টেশনের মূল প্রবেশপথে বিজেপির জেলা নেতৃত্বদের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রাজনৈতিক...

বর্ধমান স্টেশনের মূল প্রবেশপথে বিজেপির জেলা নেতৃত্বদের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রাজনৈতিক বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান থেকে অযোধ্যা যাওয়ার জন্য বর্ধমান কাটরা বর্ধমান আস্থা স্পেশাল ট্রেন শুরু করা হয়েছে রেলের পক্ষ থেকে। আর এই অযোধ্যা যাত্রা উপলক্ষে যাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ধমান স্টেশনে মূল প্রবেশপথে ফ্লেক্স টাঙানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।এই ফ্লেক্সের একটিতে সাংসদের ছবির পাশাপাশি রয়েছে বিজেপি জেলা সভাপতি, যুব মোর্চার সভাপতি ,যুব মোর্চার সাধারণ সম্পাদকের ছবি। অন্যদিকে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি, বর্ধমান জেলা। আর এই ফ্লেক্স ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে একযোগে কটাক্ষ করা হয়েছে । রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বিজেপি নোংরা রাজনীতি করছে।রাম মন্দিরের দর্শনের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকার কোন নিয়ম নীতি মানে না।
কংগ্রেস নেতা গৌরব সম্মাদার বলেন, বিজেপি রামকে নিয়ে ২৪ র লোকসভা নির্বাচন পার হতে চাইছে।পাশাপাশি তিনি বলেন এমনিতে সারা বছর সাংসদ সুরিন্দর সিংহ অহলুওয়লিয়াকে দেখা যায় না।কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস বা এইসব অনুষ্ঠানে সাংসদের দেখা মেলে।সাংসদ বা প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তি নেই। জেলা বিজেপির সভাপতি কি তিনি কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত। ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করছে।এসব নোংরা রাজনীতি হচ্ছে। যদিও বিজেপির দাবি, সারা দেশের রাম ভক্তরা আস্থা ট্রেনের মাধ্যমে রাম দর্শনে যাচ্ছেন, বর্ধমান থেকেও যাচ্ছেন। তার জন্যই শুভেচ্ছা জানিয়ে ওখানে ফ্লেক্স টাঙানো হয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বিরোধীরা যে কুৎসিত মন্তব্য করছে আমরা তার তীব্র নিন্দা করছি। এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। মানুষের আবেগকে নিয়ে বিরোধীরা ছেলে খেলা করছে বলে মনে করছেন তিনি। আর এটা নতুন নয় অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রামের সময়ও ওইখানে তাদের নেতাদের ছবি দিয়ে ফ্লেক্স টাঙ্গানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments