সংবাদদাতা,অন্ডালঃ উখড়া ফুটবল একাডেমির পরিচালনায় শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৩ ফুটবল প্রতিযোগিতা। খেলাগুলি হবে উখরা কে বি ইনস্টিটিউশন স্কুল মাঠে। উদ্যোক্তারা জানিয়েছেন, মোট চারটি গ্রুপে এবার মোট ১২টি দল প্রতিযোগিতাতে অংশ নিচ্ছে। লিগ কাম নকআউট পদ্ধতিতে হবে খেলাগুলি। এই ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে একটি প্রচারযাত্রার আয়োজন করেছেন উদ্যোক্তারা। পুরাতন হাটতলা থেকে কেবি ইনস্টিটিউশন স্কুল মাঠ পর্যন্ত রেলিতে অংশ নেবে এলাকার প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া প্রেমী মানুষজন। আগামী ৩০ শে জানুয়ারি হবে প্রতিযোগিতার ফাইনাল।