সার্থক কুমার দে,অন্ডালঃ ‘নয়নজ্যোতি’ ফাউন্ডেশন এর উদ্যোগে ও নবভারতী সংঘ ক্লাবের সহযোগিতায় উখরায় আয়োজিত হলো একদিনের স্বাস্থ্য মেলা। রবিবার স্বাস্থ্য মেলাটি হয় উখরা বাজপাই মোড় সংলগ্ন বাজপাই মিল চত্বরে। প্রদীপ প্রজ্জলন করে স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য কালোবরণ মন্ডল,কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে,উপপ্রধান শরণ সাইগল সহ আরও অনেকে। উদ্যোক্তাদের পক্ষে রাজু মুখোপাধ্যায় জানান, এদিনের স্বাস্থ্যমেলায় ২৪টি স্টলে রোগী দেখেন ৪৫ জন চিকিৎসক। ছিল রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। সমস্ত রোগীকেই এদিন বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হয়। এদিন মেলাতে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য প্রায় সাড়ে তিন হাজার জন নাম নথিভুক্ত করেন বলে জানান রাজু বাবু।