প্রণয় রায়,দুর্গাপুর,৭ ডিসেম্বরঃ সিটি সেন্টারের নন্ কোম্পানী হাউসিং অ্যাসোসিয়েশন সোসাইটির উদ্যোগে এদিন এলাকার বাসিন্দাদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রসঙ্গত,সিটি সেন্টারের নন্ কোম্পানী আবাসন এলাকায় বর্ষীয়ান নাগরিকদের ভীড়ই বেশী। বয়সকালীন রোগজ্বালা লেগেই আছে। এর উপর দুর্গাপুরের পরিবেশ দূষণ মারাত্মক। রাজধানী দিল্লীর থেকেও বেশী। তাই হাঁপানী,সর্দিকাশী,শ্বাসকষ্ট,হৃদযন্ত্রের সমস্যা,উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস তো লেগেই আছে। এর উপর গোদের উপর বিষফোঁড়ার মত দিন দিন কর্কট রোগীর সংখ্যা বাড়ছে। পরিবেশ দূষণ যেমন এর অন্যতম কারণ, এছাড়াও এর ওপর দ্রুত জীবন যাপন,ফার্স্ট ফুড,অস্বাস্থ্যকর পরিবেশ,বয়সকালীন নিঃসঙ্গতা ও নানান রোগের কারণ। আর অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে অত্যাধিক মোবাইল ফোবিয়াও নানান রোগের কারণ। এজন্য সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের বিধানমত ওষুধ সেবন করা অত্যন্ত জরুরী। এই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবায় সহায়তা করতে নন্ কোম্পানী হাউসিং অ্যাসোসিয়েশন এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। শিবিরে একাধিক বিশিষ্ট চিকিৎসক রোগী দেখেন। এদের মধ্যে ছিলেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডঃ এস পি সিং,শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সব্যসাচী মুখার্জি,স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ইশা সুন্দারাইয়া, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সেন,পালমোলোজিস্ট ডাঃ নীলোৎপল ভট্টাচার্য,গ্যাসট্রো এন্টারোলজিস্ট ডাঃ দেবস্মিতা রায় সহ অন্যান্য চিকিৎসকরা। নন্ কোম্পানী অ্যাসোসিয়েশন এর সভাপতি পরমানন্দ চ্যাটার্জী জানান, “সারা বছরই তাদের সংস্থার পক্ষ থেকে সামাজিক নানা কর্মসূচী পালন করা হয়ে থাকে। বিভিন্ন সময় স্বেচ্ছায় আমরা রক্তদান শিবির,স্বাস্থ্য শিবিরের আয়োজন ছাড়াও অন্যান্য সেবামূলক কাজ করে থাকি। এদিনের শিবির তারই একটা বিশেষ অঙ্গ। এই এলাকার মানুষদের আপদে বিপদে ও বিভিন্ন রকম সমস্যায় সব সময় আমাদের সদস্যরা সহায়তার হাত বাড়িয়ে দেয়”। এদিনের স্বাস্থ্য শিবিরে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী দেড়শ জনেরও বেশী নারী ও পুরুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে রক্ত পরীক্ষা সহ ব্লাড প্রেসার মাপা ও ইসিজি পরীক্ষা করার ব্যবস্থাও ছিল।
বয়স্ক ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন
RELATED ARTICLES