Sunday, September 8, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমনস্কামনা পূর্ণ হয়,রোগ সারে-আজও জাগ্রত কামারপাড়ার ঘাটের কালী

মনস্কামনা পূর্ণ হয়,রোগ সারে-আজও জাগ্রত কামারপাড়ার ঘাটের কালী

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ মা কালীর স্নানজল পান করলে রোগমুক্ত হয়। মন্দির প্রাঙ্গণের মাটি শরীরে মাখলে শরীরে ব্যথা যন্ত্রণা দূর হয়। এমনই বিশ্বাস নিয়ে আজও  ঘাটের কালী মায়ের পুজো করে আসছেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ অঞ্চলের কামারপাড়ার ঘাটের কালী মায়ের পুজো ঘিরে রয়েছে নানান ইতিহাস। গ্রামবাসীরা জানান, প্রায় ৩০০ বছরের পুরনো পুজো। বিগত দিনে মায়ের মন্দিরস্থল ছিল ঘন জঙ্গলে ঘেরা। আর এই জঙ্গলেই থাকতো ডাকাত দল। গভীর রাতে মায়ের পুজো করে ডাকাতি করতে বেরোতেন ডাকাত দল। পরে ডাকাতরা মায়ের পুজোর দায়িত্ব দিয়েছিলেন এলাকার ডোম সম্প্রদায়ের মানুষজনকে। বর্তমানে ডোম সম্প্রদায় আর নেই। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে মায়ের পুজো করে আসছেন। প্রথমে তালপাতার ছাউনির মধ্যে মায়ের পুজো হত। পরবর্তীতে এলাকার মানুষজন মন্দির স্থাপন করে জাঁকজমক ভাবে মায়ের পুজো করে আসছেন। গ্রামবাসীদের মতে, কামারপাড়া ঘাটের কালি মা খুবই জাগ্রত। যে- যা মনষ্কামনা করেন সেটাই পূর্ণ হয়। মায়ের স্নান জল ও মন্দির প্রাঙ্গণের মাটি শরীরে মাখলে নানান রোগব্যাধি দূর হয়ে যায়। দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের পুজো দিতে আসেন। পুজো উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের জন্য অন্নকূটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বর্তমানে কামারপাড়া ঘাটের কালী মায়ের পুজো এখন সর্বজনীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments