সংবাদদাতা,লাউদোহাঃ শুক্রবার এলাকার উন্নয়নের জন্য একগুচ্ছ কাজের শিলান্যাস হলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকায়। পলাশবুনি গ্রামে নজরুল মঞ্চের পাশে এদিন একটি কমিউনিটি শৌচাগার,মনসা মন্দির সংলগ্ন এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার ও একটি সেপটিক ট্যাংক নির্মাণ এর কাজের সূচনা হয়। সূচনা করেন পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যরা ছাড়াও এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্যরা। পঞ্চায়েত সূত্রে জানানো হয় কমিউনিটি শৌচাগারটি গড়তে খরচ হবে তিন লক্ষ দশ হাজার টাকা। ৫০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্কটি তৈরি করতে খরচ ধরা হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা। এছাড়াও ৮৬ হাজার টাকা খরচ হবে সেপটিক ট্যাংকটি নির্মাণ করতে। দলের অঞ্চল সভাপতি গৌতম বাবু জানান আজ যে কাজগুলোর সূচনা হলো সেই কাজ গুলোর দাবি ছিল এলাকাবাসীর। দ্রুত এই কাজগুলি করার জন্য আমরা পঞ্চায়েতকে অনুরোধ জানিয়ে ছিলাম।
গোগলা পঞ্চায়েতে একগুচ্ছ কাজের শিলান্যাস
RELATED ARTICLES