Sunday, September 8, 2024
Google search engine
HomeUncategorizedদখল হওয়া সরকারী জমি উদ্ধারে অভিযানে নামছে এডিডিএ ও পুরসভা

দখল হওয়া সরকারী জমি উদ্ধারে অভিযানে নামছে এডিডিএ ও পুরসভা

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুর: সরকারি জমি দখল করে বহিরাগতরা কেউ বাড়ি তৈরি করেছে আবার কেউ রাস্তার ধারে দোকান। তাতে দুর্গাপুরের জনসংখ্যা শুধু যে বেড়েছে তা নয়, ক্রমশ নোংরা হচ্ছে শহর। অবশেষে এই বাস্তব সত্যটা স্বীকার করে নিল এডিডিএ ও পুরসভা। এরজন্য রাজ্যের শাসক দলের কাউন্সিলর ও নেতাদের একাংশ দায়ী তাও স্বীকার করে নিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত ও পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। তারা বলেন, ‘দুর্গাপুরকে মডেল শহর গড়ে তুলতে হলে অবিলম্বে সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদের পাশাপাশি শহরকে জঞ্জাল মুক্ত করতে হবে। সরকারি জমি যারা দখল করেছে তাদের সরে যেতে বলা হয়েছে। না সরলে আগামী দু’দিন পর থেকে শহর জুড়ে উচ্ছেদ অভিযান শুরু হবে।’ বুধবার পুরসভা ও এডিডিএ কর্তৃপক্ষ যৌথভাবে সাংবাদিক বৈঠক করে উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে দেন।
এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত বলেন, ‘এতদিনের জঞ্জাল একদিনে পরিস্কার করা সম্ভব নয়। রঙ না দেখে যা বা যারা সরকারি জমি দখল করেছে তাদের উচ্ছেদ করা হবে। সরকারি জমি দখলে যারা মদত দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।’ অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে এডিডিএ। কিন্তু কয়েকদিন পরে ফের অবৈধ নির্মাণ শুরু হয়ে যায়। কবি দত্ত বলেন, ‘এবার সেটা হবে না। উচ্ছেদের সময় সাফ জানিয়ে দেওয়া হবে পুনরায় নির্মাণ করলে ভেঙে দেওয়ার খরচ তো দিতে হবে। আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments