Sunday, September 8, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ১ আগস্ট থেকে টোটো চালকদের মানতে হবে নয়া সরকারি নিয়ম

১ আগস্ট থেকে টোটো চালকদের মানতে হবে নয়া সরকারি নিয়ম

সংবাদদাতা,অন্ডালঃ  অবৈধ ই-রিক্সা টোটোর রাস টানতে এবার লাগু হতে চলেছে আরটিওর নয়া নিয়ম। ই-রিকশো টোটো রাস্তায় চালাতে হলে এবার থেকে গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স থাকতে হবে। যেসব রুটে বাস মিনিবাস ও বৈধ ই-রিক্সা চলাচল করে,সেই রুটে ১ আগস্ট থেকে অবৈধ ই-রিক্সা বা টোটো চলাচল করা যাবে না। ই-রিক্সা টোটো কেবলমাত্র চলাচল করতে পারবে আরটিও এবং এআরটিও দ্বারা নির্ধারিত রুটে। ১ আগস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। নিয়ম ভঙ্গকারী টোটোর মালিক ও চালকের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরটিও। শনিবার অন্ডাল থানার বিভিন্ন এলাকায় অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নয়া নিয়মের নির্দেশিকা সম্পর্কে ই-রিকশা ও টোটো মালিক ও চালকদের সচেতন করতে মাইকিং করা হয়। সকলকে নয়া নিয়মের ব্যাপারে সচেতন করতে ধারাবাহিকভাবে এলাকাতে মাইকিং করা হবে বলে জানান অন্ডাল ট্রাফিক গার্ড এর এক আধিকারিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments