নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ রবিবার সকালে যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন আবার টাউন হলে প্রাত:ভ্রমণে যান তিনি। এরপর জি টি রোডের উপর একটি চায়ের দোকানে চা চক্রে মিলিত হন। সেখানেই তার সমর্থকেরা হাতপাখা বিলি করেন পথচলতি মানুষের মধ্যে। হঠাৎ প্রচারে পাখা? তারও ব্যাখা রয়েছে দিলীপের কাছে। তার কথায়,‘দেখুন আজকাল বক্তৃতা কেউ শোনে না। সবাই সবাইকে জানে। প্রচারে নতুনত্ব আনত হবে। চায়ের কাগজের কাপে,গেঞ্জি,টুপিতে। মানুষের প্রয়োজন আমরা বুঝি। চা খেতে হবে। চা চক্রে তাই কাপে ছবি দেওয়া থাকে। দারুণ গরম পড়েছে। রাস্তায়,গ্রামে দেখছি মানুষ কষ্ট পাচ্ছে। তাই হাতপাখা বিলি করা হল। সেই সঙ্গে তার সংযোজন- ‘টিএমসির হাওয়া লু। গরম হাওয়া। ও হাওয়া খাবেন না। পদ্মফুলের গন্ধযুক্ত আমাদের পাখার মিষ্টি হাওয়া খান’। বিলি করা এই হাতপাখায় রয়েছে দিলীপ ঘোষকে ভোট দেবার আহ্বান। পাখা উপহার পেয়ে খুশি স্থানীয় প্রবীণ থাকহরি ঘোষ। তিনি জানান, ‘প্রকৃতির সঙ্গে রাজনৈতিক দাবদাহ চলছে এ রাজ্যে। সেজন্য তারা দিলীপবাবুর দিকে তাকিয়ে আছেন’। অন্যদিকে এই প্রবল গরমে সুস্থ থাকার টিপসও দিলীপ ঘোষ দিয়েছেন আমজনতাকে। সেখানেও দেশি দাওয়াই দিলীপের। ‘সুস্থ মানুষেরা একটু নিয়ম মেনে চললে অসুস্থ হবেন না।কিন্তু অসুস্থ বয়স্করা যেন বেশি রোদে না বেরন। আমাদের বেরতে হচ্ছে। শুকনো গামছা, সুতির জামাকাপড় ব্যবহার করুন। এমনি ঠান্ডা জল খান। এটা ওটা খাবার দরকার নেই। ডাবের জল,আমের সরবত,লেবুজল বা বেলের সরবত খান। আম ‘লু’ বাঁচাতে পারে। মাছ মাংস ডিম কম খান। সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না’।
‘টিএমসির গরম হাওয়া,পদ্মফুলের মিষ্টি হাওয়া’,দিলীপ ঘোষের প্রচারে এবার হাতপাখা
RELATED ARTICLES