Sunday, December 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গইস্পাত নগরীতে জমে উঠেছে আরাধনার স্বাস্থ্য-সংস্কৃতি মেলা  

ইস্পাত নগরীতে জমে উঠেছে আরাধনার স্বাস্থ্য-সংস্কৃতি মেলা  

প্রণয় রায়,দুর্গাপুর,২২ ডিসেম্বরঃ সবে শেষ হয়েছে দ্বিতীয়বারের দুর্গাপুর উৎসব। সামনেই আছে শহরের জনপ্রিয় কল্পতরু মেলা। আর ঠিক তার মাঝেই ইস্পাতনগরীর বিজোনের তিলক ময়দানে চলছে আরও একটি মেলা। এর উদ্যোক্তা দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মূলতঃ স্বাস্থ্যমেলা হলেও সঙ্গে রয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক মেলাও। রয়েছে আর্ট গ্যালারি ও বিজ্ঞান প্রদর্শনী।  তিনদিন ধরে আয়োজিত এই মেলায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন। দুর্গাপুর,কলকাতা ও দক্ষিণের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মেলায় সম্পূর্ণ বিনা ব্যয়ে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।  বিনামূল্যে রক্ত পরীক্ষা করছে বিভিন্ন প্যাথলজি সেন্টার। এই স্বাস্থ্য শিবিরে যোগ দিয়েছেন নবীন দন্ত বিশেষজ্ঞ ডাঃ তনয়া বাদ্যকর। সদ্য সদ্য ডেন্টাল এ মাস্টার্স ডিগ্রিধারী তনয়া রোগী দেখছিলেন। আলাপ করতেই বললেন, ‘আমার চিকিৎসা জীবনের  শুরুতেই এই চিকিৎসা শিবিরে বিনামূল্যে রোগী দেখে খুব আনন্দ পাচ্ছি। প্রত্যেকের আশীর্বাদ পাচ্ছি’। তনয়া আরো বললেন, সে মাস্টার্স এর সঙ্গে সঙ্গে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডনটিক্স এর বিশেষ  ডিগ্রিধারী।  এর ফলে যে কোনো দাঁতের সমস্যায় ভোগা রোগীর দাঁত না তুলে সেই দাঁতকে বজায় রেখে দাঁতের চিকিৎসা করে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এতে রোগীর দাঁত তুলে দাঁত বাঁধানোর প্রয়োজন হবে না।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই মেলার বিভিন্ন স্টল খুব আগ্রহের সঙ্গে ঘুরে ঘুরে দেখেন। স্বাস্থ্য মেলা বেশ জমে উঠেছে। ব্রেস্ট ক্যান্সার,প্রস্টেট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জটিল রোগে যারা ভুগছেন তারাও এসে এখানে বিভিন্ন রোগের চিকিৎসা  বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসকদের বিধান নিতে পারছেন। এছাড়াও এই মেলায় একটি আর্ট গ্যালারি ও বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন স্কুল-কলেজের প্রচুর ছাত্রছাত্রীর ভিড়। হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন রকম কলাকৌশল এখানে দেখানো হচ্ছে। সাংস্কৃতিক মঞ্চে সদ্য প্রয়াত বিশ্ব বিখ্যাত তবলা বাদক জাকির হোসেনের স্মরণে এক অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক দুর্গাপুরের ছেলে সৌমিত্রজিৎ চ্যাটার্জি তার শিক্ষার্থী ছাত্রদের নিয়ে তবলার যুগলবন্দী অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত প্রবাদপ্রতিম তবলা বাদকের প্রতি শ্রদ্ধা জানান। আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ মুখার্জী জানালেন,এই মেলা ঘিরে ইস্পাত নগরীর বাসিন্দাদের মধ্যে প্রচন্ড আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই মানুষের আগমন ঘটছে মেলায়। অষ্টম বছরের এই মেলার উদ্বোধন করেছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। মেলা চলবে ২৫ ডিসেম্বর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments