সার্থক কুমার দে,অন্ডালঃ ৬৩ বছরের করুণা বাউরি,উখড়া গ্রামের মাঝ পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি লেপ্রোসি (কুষ্ঠ) রোগে আক্রান্ত। ঘরে একাই থাকেন ওই অসহায় বৃদ্ধা। কুষ্ঠ রোগের কারনে ক্ষয়ে গেছে হাত ও পায়ের আঙুল। সেই কারণে হয়নি করুণা দেবীর আধার কার্ড। আধার কার্ড না থাকায় পাচ্ছেন না কোন সরকারি প্রকল্পের সুবিধা। রেশন কার্ড আছে কিন্তু আধার কার্ড না থাকায় বন্ধ হয়ে গেছে রেশনের চালও। লেপ্রোসি আক্রান্ত অসহায় করুণা দেবীর খবর কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা দেবী জানান, মহিলার সাথে কথা হয়েছে। চোখের মনির ছবি তুলে যাতে তার আধার কার্ড হয় সেই ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। শীঘ্রই মহিলার আধার কার্ড হবে বলে আশ্বাস দেন মিনা দেবী। করুনা দেবীর করুন অবস্থার কথা জেনে বুধবার খোঁজ নিতে তার বাড়ি যান স্থানীয় সিপিএম নেতা স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় (সদস্য,দামোদর-অজয় নর্থ এরিয়া কমিটি)। বৃদ্ধার হাতে তুলে দেন একটি নতুন কাপড়,চাল,ডাল,আটা সহ প্রয়োজনীয় রেশন সামগ্রী। করুনা দেবী বলেন, এবারই প্রথম নয় স্বর্ণময়বাবু মাঝে মধ্যেই খোঁজ নিতে আসেন। বিভিন্ন সময় প্রয়োজনীয় সাহায্যও করেন তিনি। বিষয়টি নিয়ে স্বর্ণময়বাবু জানান, মানবিক কারণেই এই সাহায্য। পাশাপাশি তিনি বলেন, গত পঞ্চায়েত ভোটে আমি প্রার্থী হয়ে হেরেছি,তবে ভোট প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলাম জিতি বা হারি সর্বদা মানুষের পাশে থাকবো। সেই প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে চলেছি মাত্র।
লেপ্রোসি আক্রান্ত বৃদ্ধাকে সাহায্য,আধার কার্ড করে দেওয়ার আশ্বাস
RELATED ARTICLES